বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবার থেকে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের বিদ্যানগর মাঠের জনসভায় জনসভায় অভিষেকের চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়ুন। নিজে না পারলে নরেন্দ্র মোদি অমিত শাহকে এনে দাঁড় করান। জামানত বাজেয়াপ্ত করে দেব।’
জনসভায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। বিজেপির একের পর এক কুকীর্তির কথা উল্লেখ করে অভিষেক বলেন, ‘বিজেপির এখন একটাই স্লোগান, জয় শ্রী রাম! দাঙ্গা করাই একমাত্র কাম।’
দিলীপবাবুর অশালীন মন্তব্যেরও সমালোচনা করেন অভিষেক৷ বলেন, ‘দিলীপ বাবু অনেক বড় বড় কথা বলছেন। ভাষায় অসমীচীন। বর্বরতায় ভরা নগ্ন রূপ ফুটে উঠেছে তাঁর ভাষণে। দিলীপবাবুর ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান।লোকসভা ভোটে জামানত বাজেয়াপ্ত করে দেব। যদি হেরে যাই,তবে আমি রাজনীতি থেকে বিদায় নেব। আর আপনি হেরে গেলেও রাজনীতি থেকে বিদায় নেবেন’।
ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও৷ তাঁদের উদ্দেশ্যে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘যদি বাপের ব্যাটা না হন তাহলে দিল্লির পিতামহদের পাজামা ধরে আনুন দাঁড়ানোর জন্য৷ হেরে ভূত হয়ে চলে যাবেন। ভূত হয়ে গেলে আমেদাবাদ আর দিল্লির রাজধানী ট্রেনে তুলে দেবো গ্যারেজ করে। মমতাকে বাংলা ছাড়ার আগে মোদী দিল্লি ছাড়া হবে।’
সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্য সভার সংসদ শুভাশিস চক্রবর্তী, মদন মিত্র, জেলা তৃণমূল যুব সভাপতি শওকাত মোল্লা, বিধায়ক সোনালি গুহ, দিলীপ মণ্ডল প্রমুখ।