রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাসিপাড়ায়।মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস(42)।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বন্ধু বিভাস বিশ্বাস
।সূত্রের খবর,নদীয়ার তেহট্ট 1 নম্বর ব্লকের পলাসিপাড়ার বিজয় নগর এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুভাষ বিশ্বাস এর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল ওই এলাকারই বাসিন্দা বিভাস বিশ্বাসের।অভিযোগ,সম্প্রতি নিজের স্ত্রীর সাথে বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে বলে সুভাষ কে সন্দেহ করতে শুরু করে বিভাস।অভিযোগ,এই বিষয় নিয়ে দুইজনের মধ্যে মাঝে মধ্যেই বচসা গন্ডগোল চলছিল।
অভিযোগ,রবিবার সকালে যখন সুভাষ বিশ্বাস তেহট্ট 1 নম্বর বিডিও অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলেন,তখন হঠাৎই সেখানে বিভাস এসে হাজির হয় ও সুভাসকে লক্ষ করে খুব কাছ থেকে গুলিকরে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় সুভাষ কে পলাসিপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার তদন্ত শুরু করেছে পলাসিপাড়া থানার পুলিশ।অভিযুক্ত বিভাস বিশ্বাসের সন্ধান চলছে।