গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানর.: বিবার বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে শ্রী সারদা কল্যান সমিতির ব্যবস্থাপনায় বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবির ও কম্বল বিতরণ শিবিরের আয়োজন করা হয় পূর্ব-বর্ধমানের বিজয়রাম আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে।
উপস্থিত ছিলেন সমাজসেবী কাকলি তা,পঞ্চায়েত সমিতির সদস্যা সুচিত্রা মাল,সারদা কল্যাণ সমিতির সম্পাদক,বর্ধমান সহযোদ্ধার সভাপতি ঋষি গোপাল মন্ডল,সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, কোষাধ্যক্ষ নির্মল বিশ্বাস,তপন পাত্র,বিনোদ সাউ,সঞ্জয় সাঁই প্রমুখ।
সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন,এদিনের শিবিরে ৮০ জনের চক্ষু পরীক্ষা হয়,ও ৪০ জনকে শীতবস্ত্র কম্বল দেওয়া হয়েছে,প্রায় ২১ জনের চোখের সমস্যায় এদিন চিকিৎসক অপারেশন করার কথা জানিয়েছেন,যেটা সহযোদ্ধা বিনা ব্যয়ে ব্যবস্থা করবে সারদা কল্যাণের সহযোগিতায়।