কোচবিহার: আজ কোচবিহারে সংসদ পার্থ প্রতিম রায় নিজের সাংসদ তহবিল থেকে কোচবিহার কোতোয়ালী থানা কে গ্রীন জেনারেটর দিলেন পার্থ প্রতিম রায়।
শনিবার আনুষ্ঠানিক ভাবে ওই গ্রীন জেনারেটরের উদ্বোধন করেন সাংসদ নিজেই। তিনি ছাড়াও সেখানে উপস্থিত কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, ট্রাফিক ডিএসপি চন্দন দাস, কোতোয়ালী থানার আইসি সমীর পাল সহ পুলিশ বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।
সাংসদ জানিয়েছেন, মোট ৮.৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৫ লক্ষ টাকা জেনারেটর কিনতে খরচ হয়েছে। বাকি টাকায় জেনারেটর রাখার ঘর করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, কোতোয়ালী জেলার গুরুত্বপূর্ণ থানা গুলোর মধ্যে অন্যতম। এখানে একটি মহিলা থানা ও শিশু নিরাপত্তা বিভাগ রয়েছে। কাজেই এখানে গ্রীন জেনারেটরের খুব প্রয়োজন ছিল।
সাংসদ তহবিল থেকে সেটার ব্যবস্থা হওয়ায় আমরা তাঁকে ধন্যবাদ জানাই।
শুধু গ্রীন জেনারেটর নয়, এর আগে জেলা পুলিশকে একটি অ্যাম্বুলেন্সও সাংসদ তহবিলের টাকায় দেওয়া হয়েছিল। যেটা দিয়ে পুলিশ প্রশাসন রোগীদের পরিষেবা দিয়ে থাকে বলে জানা গিয়েছে।