গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ শনিবার জনস্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে। ।সভায় উপস্থিত ছিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,পঞ্চায়েতের সচিব রাধাচরণ প্রধান সহ অন্যান্য সদস্যরা।
স্বাস্থ্যের এ.এন.এমের কর্মী,অঙ্গনওয়াড়ী সুপারভাইজার,গ্রামীণ সম্পদ কর্মী, আশাকর্মী, নিয়ে স্বাস্থ্য বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়।জন্ম-মৃত্যুর হিসাব,সুনিশ্চিত মাতৃত্ব, পরিষেবা কেন্দ্রের পরিকাঠামো -অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র,পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা,০-৩ বৎসর বয়সের শিশুদের অপুষ্টির কারণ বিষয়ক আলোচনা,নিরাপদ পানীয় জলের সরবরাহ বিষয়ক আলোচনা ৷
সার্বিক স্বাস্থ্য বিধান,মশাবাহিত রোগের প্রার্দুভাব ও প্রতিকার ও হাম, রুবেলা টীকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।সারা রাজ্যে আগামী ২৯নভেম্বর থেকে হাম ও রুবেলা টীকাকরণ কর্মসূচীর কাজ শুরু হবে।৯মাস বয়সের শিশু থেকে ১৫ বছর বয়সের কিশোর-কিশোরীদের এই প্রতিষেধক টীকা দেওয়া হবে।