নিজস্ব প্রতিনিধি : নিউটাউন এ অস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী অনুপ মৃধা।তার কাছ থেকে উদ্ধার একটি পাইপ গান ও গুলি।গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ।একসময় লেকটাউন এর হাত কাটা দিলীপের সঙ্গী ছিল।তাছাড়াও একাধিক দুস্কৃতির সাথে যোগাযোগ রয়েছে এই দুষ্কৃতীর।PPআজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর গতকাল রাতে পুলিশ খবর পায় দুষ্কৃতী অনুপ মৃধা এলাকায় ঢুকেছে এবং গভীর রাতে প্রমোদগড় থেকে হেঁটে যাত্রাগাছি মোড়ের দিকে যাচ্ছে।
সেই খবর পেয়ে পুলিশ যাত্রাগাছি মোড়ে দাঁড়িয়ে ছিল।সেখানে আসতেই পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও একটি গুলি।পুলিশ সূত্রে খবর সে কোনো অপরাধ মূলক কাজ করার জন্য এলাকায় ঢুকে ছিল।কিন্তু তার আগেই তাকে ধরে ফেলে পুলিশ।এর বিরুধ্যে ছিনতাই ও ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে।