গৌরনাথ চক্রবর্ত্তী,দাঁইহাট,পূর্ব-বর্ধমানঃ
ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবের শোভাযাত্রা হল।দাঁইহাটের রাস উৎসবের শোভাযাত্রায় জন প্লাবন।বৌদ্ধ সংঘ,নেতাজী সংঘ,খামখেয়ালি, যুব সংঘ,গণেশ জননী,মহাপ্রভু, গণপতি প্রভৃতি ক্লাবের ব্রাসব্যাণ্ড,ক্লাবব্যাণ্ড,টগর,তাসা,ডাক সহযোগে শোভাযাত্রা বার হয়।
রণপা,সাঁওতালি নৃত্য, ছৌঁনাচ, হরিনাম সংকীর্তন প্রভৃতি বিভিন্ন লোকনৃত্যও শোভাযাত্রায় দেখা গেল।চন্দননগর ও বিভিন্ন জায়গা থেকে আনা অত্যাধুনিক আলোকসজ্জা রাসপূর্ণিমার শোভাযাত্রাকে আলোর রশনায়ে ভরিয়ে দেয়।পুলিশ প্রশাসন ও দাঁইহাট পৌরসভার সহযোগিতায় সুষ্ঠুভাবে শোভাযাত্রা হয়।দাঁইহাট শহর ছাড়া পাশ্ববর্তী শহর কাটোয়া,কাটোয়ার বিভিন্ন গ্রাম
ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা,একডেলা,আখড়া,বিষ্ণুপুর,ইসলামপুর,কুমড়ী,যমুনাপাতাই,নপাড়া,জগদানন্দপুর,নলহাটি,গোপগাজী,চাণ্ডুলী,করজগ্রাম,সিঙ্গি,শ্রীবাটী,করুই,বাকসা,কুরচি,পানুহাট সহ বিভিন্ন গ্রামের মানুষেরা এই শোভাযাত্রা দেখতে হাজির হন।