গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ শাক্ত-বৈষ্ণব ধর্মের মিলনভূমি দাঁইহাট।শুক্রবার দাঁইহাট শহরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব।তার আগে বৃহস্পতিবার বিকালে দাঁইহাট শহরে এক বর্ণাঢ্য পদযাত্রা হয়।
দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির কুমার মণ্ডল সহ সমস্ত কাউন্সিলর, পুজো কমিটি ও সাধারণ মানুষ শহর পরিক্রমায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় দাঁইহাট পৌরসভার উদ্যোগে বাংলার লোকউৎসব দাঁইহাটের রাস উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কালিদাস শিশু উদ্যানে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপস্থিত ছিলেন পূর্ব -বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাঁড়া,জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু,দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির কুমার মণ্ডল, কাটোয়া মহকুমার এস ডি পি ও ত্রিদিব সরকার , কাটোয়া ২নং ব্লকের বি ডি ও শমীক পাণিগ্রাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি।বক্তারা তাঁদের বক্তব্যে দাঁইহাটের রাস উৎসবের বিস্তারিত ব্যাখা তুলে ধরেন।