অতনু গোস্বামী,নদীয়া:নদীয়ার তেহট্টে এক যুবকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।মৃত যুবকের নাম সুফল বিশ্বাস।
শুক্রবার সকালে তেহট্টের চেতনা জিৎপুরের মাঝে একটি পরিত্যক্ত এলাকা থেকে সুফলের দেহ উদ্ধার করে পুলিশ।সূত্রের খবর,তেহট্ট থানার ছাতিনা এলাকার বাসিন্দা পেশায় ঠিকা শ্রমিক সুফল বিশ্বাস বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে আর বাড়ী ফেরেনি।
শুক্রবার সকালে ছাতিনা ও জিৎপুর এলাকার মাঝের একটি পরিত্যক্ত রাস্তায় সুফলের অগ্নিদগ্ধ দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তেহট্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর কিভাবে এই ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।