অতনু গোস্বামী,নদীয়া: গভীর রাতে তারা জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। কিন্তু পুলিশি তৎপরতায় ভেস্তে গেল সব। রাতে টহলদারী চালানোর সময় ডাকাতির উদ্যেশে জড়ো হওয়া চার যুবক কে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে রানাঘাটের বড়বাজার এলাকা থেকে সন্দেহভাজন চার জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম নিসার শেখ(18),আব্দুল শেখ(19),অরুজ গাজী (29) ও জামির হোসেন(30)।পুলিশ সূত্রের খবর,ধৃত চার জনের বাড়িই রানাঘাট থানার অনুলিয়া শ্রীনাথপুর এলাকায়।বৃহস্পতিবার গভীর রাতে টহলদারী চালানোর সময় রানাঘাট বড়বাজার এলাকার একটি মাঠের পিছনে সন্দেহজনক ভাবে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
এর পর তাদের আটক করলে চার জনের কাছ থেকে ধারালো অস্ত্র,আগ্নেয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যেই জোড় হয়েছিল তারা।শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তুলেছে পুলিশ।