গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃএগিয়ে বাংলা।পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে বর্ধমান উৎসব ময়দানে শুরু হল রাজ্য হস্তশিল্প মেলা ২০১৮ ।মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পীরা এসে হাজির হয়েছেন মেলায় । হাতে তৈরী নানান সামগ্ৰী নিয়ে বিপণন এবং প্রদর্শনী রয়েছে মেলার মাঠে । উদ্বোধনী পর্বে উপস্থিত আইনমন্ত্রী মলয় ঘটক , রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ , বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়,সাংসদ সুনীল মণ্ডল,বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব |
বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাঁড়া,সহ সভাধিপতি দেবু টুডু, সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। । হস্তশিল্পের প্রচার ও প্রসারে উদ্যোগী রাজ্য সরকার ।
রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের মিলন ক্ষেত্র এই উৎসব ময়দান । বর্ধমান ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা হাজির হয়েছেন মেলায় । জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল হস্তশিল্প মেলা ।