গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া ঃ বাংলা মহাভারত রচয়িতা কাশীরাম দাসের জন্মভিটা কাটোয়ার সিঙ্গি গ্রামে। সিঙ্গি বাজারে জগদ্ধাত্রী মণ্ডপে জগদ্ধাত্রী পুজো শুরু হয় বুধবার।

শুক্রবার গুরু নানকের জন্মদিনে পাটকাঠির মশালের আলোয় সমস্ত গ্রাম প্রদক্ষিণ করে প্রতিমা বিসর্জন করা হয়।সিঙ্গি বাজারের জগদ্ধাত্রী মণ্ডপে পুজো হয় যেটা বর্তমানে কাশীরাম দাস এ্যাথলেটিক ক্লাব নামে পরিচিত।

জগদ্ধাত্রী পুজোর সময় পুজো না হয়ে এখন কেন পুজো হয় এবিষয়ে গ্রামবাসীরা সঠিক কোনো তথ্য দিতে পারে নি।স্থানীয় বয়স্করা জানান,আমরা ছোট থেকেই এভাবে দেখে আসছি।

এ পুজো প্রায় ৩০০বছরের পুরানো।এই পুজোতে ছাগ বলি প্রথা রয়েছে।সমস্ত গ্রাম এই পুজোকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here