প্রাণী সম্পদ বিকাশের মাধ্যমে প্রাণীজ উৎপাদন বৃদ্ধি,কর্মসংস্থান সৃষ্টি তথা গ্রামীণ অর্থনীতির সার্বিক উন্নয়ন এবং তৎসংক্রান্ত জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৩-১৯ শে নভেম্বর সারা রাজ্যের সঙ্গে কাটোয়া ২নং ব্লকে বিভিন্ন জনমুখী কর্মসূচী পালনের মাধ্যমে ২২-তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ, ২০১৮ উদযাপিত হবে।
এই উপলক্ষ্যে কাটোয়া ২নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ ও কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আগামী ১৪ নভেম্বর বুধবার বেলা ২টায় ব্লক স্তরের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ বটতলায়।
কাটোয়া ২নং ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃজয়কিংকর মান্না জানান,ঘোড়ানাশ গ্রামের বটতলায় প্রাণী স্বাস্থ্য শিবির, প্রাণী টীকাকরণ শিবির,উন্নত প্রজাতির গবাদি প্রাণীর প্রদর্শনী সহ “প্রাণীজ উৎপাদনে টীকাকরণের ভূমিকা” শীর্ষক আলোচনা,উৎসাহ মূলক পুরস্কার বিতরণী, স্থানীয় কলাকুশলীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে ব্লক স্তরের মূল অনুষ্ঠানটি।
কাটোয়া ২নং ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়,এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পাণিগ্রাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান, পূর্ব-বর্ধমান জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ-অধিকর্তা ডাঃ অনিমেষ সিকদার,সহ অধিকর্তা ও জেলা পর্যবেক্ষক ডাঃ রথীন চ্যাটার্জ্জী,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল সহ প্রমুখ।