তারাশঙ্কর গুপ্ত ,বাঁকুড়া: বাঁকুড়ার সিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতটি এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এবার সেই পঞ্চায়েত কার্যালয়ে নাকি
গোবর জল ছড়িয়ে ‘শুদ্ধিকরণে’র মাধ্যমে প্রবেশ করলেন বিজেপি প্রধান, উপপ্রধান থেকে নব নির্বাচিত সদস্যরা।এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতার।
জঙ্গল মহলে এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে বেশ বেগ দেয় বিজেপি। বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতটি শাসক দলের হাতছাড়া হয়। ১৭ আসনের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের ১২টি আসন বিজেপি ও ৫টি আসন পায় তৃণমূল।
এই পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিজেপির উমা মাঝি ও তারাপদ মাহাতো নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার প্রধান ও উপপ্রধান তাদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসার আগে বিজেপির পক্ষ থেকে শুদ্ধিকরণ করে নেওয়া হয় গোবর জল ছিটিয়ে এমনটাই দাবী দলীয় নেতৃত্বের।
বিজেপি নেতা চক্রধর মাহাতো বলেন শাসক দল চক্রান্ত করে আমাদের এলাকাকে সন্ত্রাস প্রবন ঘোষণা করে এখানে বোর্ড গড়তে দেয়নি দীর্ঘদিন। আজ আমরা আনুষ্ঠানিক ভাবে গোবর জল ছিটিয়ে ও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে পঞ্চায়েত অফিসে প্রবেশ করলাম। যদিও তৃণমূল নেতৃত্ব বলেন বিজেপি তাদের দলীয় সংস্কৃতি অনুযায়ী কি করেছে বলতে পারবোন।