গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া পূর্ব চক্রের প্রাথমিক , নিম্নবুনিয়াদী ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র- ছাত্রীদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়া ২নং ব্লকের করুই পঞ্চায়েত অন্তর্গত কুরচি ফুটবল ময়দান কাটোয়া ২নং ব্লকের ৭টি গ্রামপঞ্চায়েতের ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টি শিশুশিক্ষা কেন্দ্রের ২৫০ জন ছাত্র-ছাত্রী ২৮টি ইভেন্ট অংশগ্রহণ করে।
প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। খেলার মাঠে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমবক পানিগ্ৰাহী, অবর বিদ্যালয় পরিদর্শক সৌরভ গোস্বামী, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাগু প্রধান, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তুষার সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা সহ প্রমুখ।
এই খেলার মূল আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য। এই খেলার দেখার জন্যে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ, শিক্ষাবিদ সহ সাধারণ মানুষ।প্রথম স্থানাধিকারীরা মহকুমাস্তরে খেলায় অংশগ্রহণ করবে।