অর্ণব মৈত্রঃ স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ নিয়ে বিগত দিনে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা হলো তা বাস্তবায়িত না হওয়ায় অধিকাংশ স্কুল শিক্ষকই যুক্ত গৃহশিক্ষকতার সঙ্গে।

তাই গত কয়েকদিন আগেই গৃহশিক্ষকদের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল মহকুমা শাসকের কাছে। তারপর থেকেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্কুল শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীরা। বছরের শেষ মুহূর্তে স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা বন্ধ করে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে অভিযোগ উঠেছে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা শাসকের কাছে পাল্টা ডেপুটেশন জমা দেয় বসিরহাটের টাউন স্কুল, হাইস্কুল, ভ্যাবলা হাইস্কুল সহ বিভিন্ন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা।

প্রাইভেট টিউশনি বন্ধ করতে স্কুল শিক্ষকদের ফোনে অথবা স্যোশাল মিডিয়ায় অশালীন মন্তব্য করা হচ্ছে বলে গৃহশিক্ষক কল্যান সমিতির বিরুদ্ধে অভিযোগ ওঠে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে। এদিন বসিরহাট ময়লা খোলা থেকে মিছিল করে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে যায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here