নিজস্ব প্রতিনিধি : সরকারি ছুটি উপেক্ষা করে স্কুল খোলা রাখলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এর কবিতীর্থ বিদ্যানিকেতিনের এই ঘটনায় বিতর্ক। তবে জেলা বিদ্যালয় পর্ষদ থেকে কোনো নির্দেশিকা না মেলায় স্কুল খোলা রাখা হয়েছে বলেই জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর ঘোষ।
জানা গিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় রয়েছে কবিতীর্থ উচ্চ বিদ্যালয়টি। পঞ্চম থেকে দশম শ্রেনী পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা সাড়ে ছয় শতাধিক।
এদিন নবী দিবস উপলক্ষে জেলার অন্যান্য স্কুল সহ সরকারি দফতর গুলি বন্ধ থাকলেও, কবিতীর্থ বিদ্যানিকেতন চালু রাখতে দেখা গিয়েছে। তবে অন্যদিনের তুলনায় পড়ুয়া সংখ্যা অনেকটাই কম ছিলো। ছুটির দিনে এই বিদ্যালয় খোলা রাখা নিয়েই বিতর্ক দেখা দেয়।
পাশাপাশি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে ক্ষোভ ওই বিদ্যালয়ের একাংশ শিক্ষকের মধ্যেও। ঘটনার দায় এড়াতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেলা শিক্ষা বিভাগকেই দায়ী করেছেন।