গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ গলায় দড়ি দিয়ে এক যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামে।মৃত যুবকের নাম লোকেশ ঘোষ(২৯)।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়|
,আমডাঙ্গা গ্রামের মাঠে একটি বাগানের মধ্যে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন লোকেশ।মাঠে কাজ করার সময় গ্রামের চাষীরা দেখতে পায়।সঙ্গে সঙ্গে বাড়ীতে খবর দেয় ।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে কাটোয়া থানার সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ উপস্থিত হয়।মৃতদেহ গাছ থেকে নামিয়ে বাড়িতে আনা হয়।ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ।
লোকেশ বিবাহিত।লোকেশের স্ত্রী,একটি ছেলে ও একটি মেয়ে বর্তমান।লোকেশের বাবা গোলক ঘোষ।গোলক ঘোষের একটি ছেলে লোকেশ।লোকেশ এলাকায় খুব ভাল ছেলে বলে পরিচিত।লোকেশের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।