নিজস্ব প্রতিনিধি: গোয়ালতোড় থানার উখলা উপোরশোলের ঘটনা।স্থানিয় বাসিন্দাদের অভিযোগ গতকাল রাতে গোরাচাঁদ মুর্মু মদ্যপ ছেলে তার মা লখিমনি মুর্মুকে(৫৫) কুড়াল দিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠিয়েছে। অভিযুক্তের খোজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।