আজ বুধবার। ২১শে নভেম্বর ২০১৮ ।। কেমন যাবে দিন টি? কি বলছে রাশি ফল? লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ “দেবসমুদ্র”

মেষ: মিশ্র দিন। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। আয় যোগ আছে। শরীর স্বাস্থ্য আজ ঠিক থাক যাবে না। ফটকা কাজ এড়িয়ে চলুন।।

বৃষ: দিনটি মিশ্র। আয়ের থেকে ব্যয় বেশি। বাণিজ্যে সমস্যা আসবে। প্রেম সোহাগে আজ অপমান হতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে।

মিথুন: দিনটি সমস্যা ময়। একাধিক ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ব্যয় বেশি। সংসারে অশান্তি, কলহ। বদ হজমের সমস্যা হতে পারে।

কর্কট : দিনটি শুভ। কর্মক্ষেত্রে সমস্যা কাটতে শুরু করবে। ফাটকায় লাভবান হতে পারেন। আয় যোগ আছে। সংসারে শান্তি ফিরছে।

সিংহ: দিনটি সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে বিশ্বাস অজর্ন। আয় বাড়বে। ব্যবসাতে সমস্যা হতে পারে। প্রেম সোহাগে এদিন শুভ নয়।

কন্যা: দিনটি আপনার নয়। কর্মক্ষেত্রে সমস্যা। সংসারের সমস্যা।প্রেমে সমস্যা। ব্যয় যোগ আছে। সাবধানে চলা ফেরা করুন।

তুলা: দিনটি সমস্যাময়। কর্মক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন। সংসারে অশান্তি। প্রেমে নব সমস্যা। ব্যয় বাড়বে।

বৃশ্চিক: দিনটি মিশ্র। আয় ব্যয় সমান সমান। সঞ্চয় হবে না। সংসারে,প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে শান্তি। ব্যবসায় লাভ হতে পারে।

ধনু: সমস্যাময় দিন। কর্মক্ষেত্রে বিবাদ। ব্যয় বৃদ্ধির যোগ। সংসারে ভুল বোঝাবুজি। প্রেমে শুভ।

মকর: দিনটি আপনার। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি। ব্যবসায় নব যোগাযোগ। প্রাপ্তি যোগ আছে। সংসারে শান্তি। সামান্য চোট আঘাত থেকে সাবধান।

কুম্ভ: দিনটি শুভ নয়। ব্যয়ের মাত্রা বাড়বে। বেফাঁস কথা বলে নিজেকে বিপদে ফেলতে পারেন। সংসারে অশান্তি। মাথায় ব্যথ্যায় কষ্ট পেতে পারেন।

মীন: দিনটি শুভ। কর্মক্ষেত্রে স্থিতিশীল। আয় যোগ আছে। ব্যবসায় মুনাফা হতে পারে। প্রেমে সমস্যা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here