গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ ১৯৬৯ সালে যাদের যাত্রা শুরু হয়েছিল বুদ্বদেবের শান্তির বাণী বুকে নিয়ে সেই সুমহান আদর্শকে সঙ্গে করে আজও তাদের পথচলা শেষ হয়নি।এই দীর্ঘ ৫০বছর ধরে তাদের প্রচেষ্টা সত্যিই অভিনন্দন যোগ্য।
যাদের কথা বলছি এরা হলেন সেই যুবকবৃন্দ যারা ১৯৬৯ খ্রীস্টাব্দে সৃষ্টি করলেন দাঁইহাট বৌদ্ধ সংঘ।এবছরও তাদের পুজো প্যাণ্ডেলে তারা সেই শান্তির বাণী দিতে চেয়েছেন। তারা এবছর রাসপূর্ণিমা উপলক্ষ্যে তাদের বৌদ্ধ সংঘে ৫০বছর পূর্তি উৎসব বেশ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন করছেন।রাখীবন্ধনের ভাতৃত্বের বাণী প্রচারের মাধ্যমে তাদের অনুষ্ঠানের সূচনা করেছিলেন।রাসযাত্রায় তারা তাদের প্যাণ্ডেলে অভিনবত্বের ছোঁয়া রাখছেন।
শান্তির প্রচারই তাদের আসল উদ্দেশ্য। বুধবার সন্ধ্যায়
রাসপূর্ণিমা পুজো উদ্বোধন ও স্মরণিকা পত্রিকার উদ্বোধন করলেন এশিয়াড় গেমসে তাসের ব্রিজ খেলায় স্বর্ণপদক প্রাপ্ত প্রণব বর্ধন।উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পাণিগ্রাহী,দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির কুমার মণ্ডল সহ বৌদ্ধ সংঘের সকল সদস্যরা।