অতনু গোস্বামী, নদীয়া:- গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতরের অফিসারেরা নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ড সংলগ্ন মাঝের চর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ৮০ লিটার বেআইনি চোলাই মদ আটক করে। তবে এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়নি আবগারি দপ্তর সূত্রে।
দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে চোলাই মদ তৈরি ও বেআইনিভাবে তার বিক্রি করার অভিযোগ ছিল পুলিশ ও আবগারি দপ্তর এর কাছে। পূর্বে বহুবার অভিযান চালিয়ে পুলিশ ও আবগারি দপ্তর চোলাই মদ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। বারবার অভিযান চালিয়েও এই অসাধু ব্যবসা বন্ধ করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েকজন অসাধু ব্যবসায়ী রমরমিয়ে চালিয়ে যাচ্ছে এই চোলাই মদের ব্যবসা।
অভিযোগ, সারাদিন ব্যাপী এই এলাকায় চলে চোলাই মদ কেনা বেচা ও মাতালদির উৎপাত। বিশেষ করে সন্ধ্যের পর চোলাই প্রস্তুতকারীদের ঘরে ঘরে মদের আসর বসার কারণে এই এলাকা কার্যত মাতাল ও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা।