দক্ষিণ দিনাজপুরঃ ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে পালিত হল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। ১৯শে নভেম্বর অর্থ্যাৎ সোমবার প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের শেষ দিনে কুশমন্ডি ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে একটি প্রাণী স্বাস্থ্য সুরক্ষা শিবির এবং টিকাকরন শিবিরের আয়োজন করা হয়।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আয়রা ফরেস্ট সংলগ্ন মাঠে এই শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা শিবির এবং টিকাকরন শিবির ছাড়াও প্রানী স্বাস্থ্য বিকাশ সপ্তাহ উপলক্ষ্যে এদিন কুশমন্ডি ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গবাধি পশুদের প্রদর্শনী, প্রতিযোগীতা এবং চাষীদের মধ্যেও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি গ্রামীন মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা বিষয়ে আলোচনাও চলে দীর্ঘক্ষণ অনুষ্ঠানে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার মহকুমাশাসক দেবাঞ্জন রায়, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস এবং কুশমন্ডি ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডাঃ প্রদীপ প্রতীম।