দক্ষিণ দিনাজপুরঃ স্কুল পড়ুয়াকে নির্জাতন করার ঘটনায় ধৃত স্কুল শিক্ষক মিন্টু সেন-এর জামিন নাকচ করল আদালত। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভূয়োর গ্রাম পঞ্চায়েতের ঝারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়াদের উপর নির্জাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার হয় ঐ স্কুলেরই শিক্ষক তথা বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা মিন্টু সেন। এরপর ধৃত স্কুল শিক্ষক মিন্টু সেনকে মঙ্গলবার সকালে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করে পুলিশ।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দ্বিতীয় জেলা আদালতে এই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারকের কোলকাতায় থাকবার কারনে অতিরিক্ত প্রথম জেলা আদালতে এদিন মামলাটির শুনানি হয়।
এদিন অতিরিক্ত প্রথম জেলা আদালতে অভিযুক্তের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত অভিযুক্ত স্কুল শিক্ষক মিন্টু সেন-এর জামিনের আবেদন খারিজ করে দেয়।
দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের আইনজীবী অঞ্জন কুমার চক্রবর্তী জানান আদালত এদিন অভিযুক্ত স্কুল শিক্ষক মিন্টু সেন-এর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।