নিউটাউন পাথরঘাটার আমিন ও জমি কারবারি চঞ্চল মন্ডল খুনের ঘটনায় ৭ জনকে আটক করল নিউটাউন থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা বিভাগের অফিসাররা। ৩ টি আগ্নেয়াস্থ সহ ৫ রাউন্ড গুলি উদ্ধার।
ব্যবসাহিক শত্রুতার জেরেই এই খুন বলে মনে করছে তদন্তকারীরা। ৭ জনের মধ্যে পাথরঘাটা এলাকার লোকও আছে।
পুলিশ সূত্রে খবর, সুপারি কিলারকে জিজ্ঞাসাবাদ চলছে। এই খুনের পিছনে আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা অফিসাররা।