কোচবিহার: দিনহাটা 1 ব্লকের গোসানিমারি রাজপাট এলাকার পুকুর জন্য মাটি খুঁড়তে গিয়ে উঠে আসে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
দূরদূরান্ত বহু মানুষ ছুটে আসে ঐতিহাসিক এই জিনিসগুলি দেখতে। গতকাল খবর প্রকাশের পর মঙ্গলবার দুপুরে কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় , গোসানিমারি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান কেরামত আলী সহ বিশিষ্টজনেরা। উঠে আসা ঐতিহাসিক জিনিসগুলি পরিদর্শন করে কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, রাজপাট ডিবিসহ বিস্তৃর্ণ এলাকা অতি দ্রুত খননকার্য চালানো উচিত।
যদি এই খননকার্য চালানো হয় তবে উঠে আসবে নানান অজানা ইতিহাস। তিনি বলেন এক সময় রাজপাট এলাকায় ক্যান বংশীয় রাজারা রাজত্ব করতেন। সেই রাজত্বে নিদর্শন হিসেবে রাজপাট ঢিবি রয়েছে রয়েছে তৎকালীন টাকশাল।
সে কারণেই খনন কার্যে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থাকে অতি দ্রুত খননকার্য শুরু করার জন্য কালচারাল এন্ড ট্যুরিজম মিনিস্টার কে তিনি খুব শীঘ্রই চিঠি পাঠাবেন। এমন কি লোকসভার শীতকালীন অধিবেশনে ও এই খননকার্য শুরু করার জন্য তিনি বলবেন বলে উল্লেখ করেন।