অতনু গোস্বামী, নদীয়া : হাসপাতালে জেনারেটর ঘরের ভেতর থেকে ওই হাসপাতালেরই জেনারেটর অপারেটরের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক সকাল দশটা নাগাদ। মৃত অপারেটরের নাম অমল সমাদ্দার
হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকাল দশটা নাগাদ হাসপাতালে জেনারেটর ঘরের ভেতরে অমল বাবুকে ফ্যানের সাথে ঝুলন্ত ভাবে দেখতে পান হাসপাতালের কর্মীরা।
পরে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে স্থানীয় থানা নজরে আনলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের স্ত্রীয়ের সাথে বনিবনা না হয় মানসিক অবসাদে ভুগছিলেন তেহট্ট হাইস্কুল পাড়ার বাসিন্দা অমলবাবু। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগ, অমলবাবুর এই অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা নয়, বরঞ্চ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে।
সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে তেহট্ট থানার পুলিশ।