মানিকপুর সেবাশ্রম সংঘের ২৫ বছর পূর্তি উপলক্ষে ও রাসমেলার কারনে মানিকপুরে ১৫ দিনব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা।
এই মেলা উপলক্ষে বাইরে থেকে বহু মানুষ ছুটে আসেন মানিকপুরে। সেবাশ্রম সঙ্গের ২৫ বছর পূর্তি উপলক্ষে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই বার আনুমানিক ১৫ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় মেলা কমিটি মেলা প্রাঙ্গণ সাজিয়ে তুলছেন কোনারকের মন্দির, গয়া অসুরের পিন্ডদান ও সূর্য দেবতার রথ ইত্যাদি থিমের মাধ্যমে।
পূজা কমিটির কর্ণধার স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ মণ্ডল ও জিতেন সরকার মালাকার বলেন, সম্পূর্ণ স্থানীয় মানুষের ইচ্ছা ও সহযোগিতায় দীর্ঘ দিন ধরে এই মেলা প্রত্যেক বছর এখানে হয়ে আসছে। স্থানীয় মানুষকে সাথে নিয়ে আমরা যতদিন পারব এই পূজা ও মেলার অক্ষুন্নতা ভবিষ্যৎতেও বজায় রাখার চেষ্টা করব।