গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের
গ্রাম পঞ্চায়েত সহভাগী পরিকল্পনার একদিনের প্রশিক্ষণ গ্রাম পঞ্চায়েত সহায়ক দল এবং এফ সি সি ও দের নিয়ে অনুষ্ঠিত হল।
গ্রাম পঞ্চায়েত সহভাগী পরিকল্পনার একদিনের প্রশিক্ষণ ও বিশেষ সভা অনুষ্ঠিত হল। সহভাগী প্রক্রিয়ার উপসমিতি ভিত্তিক সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ( GPDP) ২০১৯-২০ গ্রাম পঞ্চায়েত স্তরের বিশেষ সভা অনুষ্ঠিত হল জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।উপস্থিত ছিলেন কাটোয়া২নং ব্লকের বি ডি এম ও তারকনাথ মণ্ডল|
জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রবীন পাল,পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দীপ্তিময় চ্যাটার্জ্জী,পঞ্চায়েতের উপ প্রধান তপন হাজরা সহ পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যরা।
আশাকর্মী,অঙ্গনওয়াড়ী কর্মী,স্বচ্ছদ্রুত,১০০দিনের কাজের সুপারভাইজার সহ অনেকে উপস্থিত ছিলেন।