গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ দলীয় নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করলো বিজেপি। সোমবার পূর্ব-বর্ধমানের দাঁইহাট চৌরাস্তার মোড় অবরোধের ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এই অবরোধের ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। শতাধিক বিজেপি নেতা-কর্মীর উপস্থিতিতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।পরে কাটোয়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
উল্লেখ্য,রবিবার হুগলীর চণ্ডীতলায় দলীয় সভা সেরে ফেলার পথে দলের সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং জাতীয়কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।এই ঘটনার প্রতিবাদেই দাঁইহাটে চৌরাস্তার মোড়ে বিজেপির পথ অবরোধ বলে দাবী বিজেপি নেতৃত্বের।