তারাশঙ্কর গুপ্ত বাঁকুড়া: প্রতিদিনের মতো কাজ শুরু হয়েছিল সকাল হতেই। কিন্তু বিধি বাম। যে নির্মিয়মান বাড়িতে কাজ চলছিল তারই পাঁচিল ভেঙ্গে প্রাণ হারালেন এক ঠিকা শ্রমিক, গুরুতর আহত আরো তিন । সোমবার বাঁকুড়া শহরের লোকপুর মৌসুমী ক্লাব সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় , বাঁকুড়া সি.এম.ও.এইচ কার্যালয়ে কর্মরতা জনৈকা মিতা রায়ের নির্মিয়মান ঐ বাড়িতে কাজ করছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। কিন্তু হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বাড়িটির একাংশ।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের।
গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।কিছু ক্ষনের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।