নিজস্ব প্রতিনিধি : দূর্নীতি গোপন করতেই এমন সিদ্ধান্তঃ সিবিআই নিষেধাজ্ঞায় তোপ জেটলির
‘চন্দ্রবাবু নায়ডু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিশ্চয় অনেক দূর্নীতি গোপন করার আছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।’ সিবিআইকে রাজ্যে প্রবেশ না করতে দেওয়ার প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সরকারকে এভাবেই বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
ওই সাংবাদিক সম্মেলনে সিবিআইয়ের কাজে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিয়ে জেটলি বলেন, ‘সিবিআই নিজে থেকে কোনও তদন্তের ভার নিতে পারে না, আদালতের নির্দেশেই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে’।
সারদা-নারদা প্রসঙ্গ তুলে মমতা-সরকারকে কটাক্ষ করে বলেন, ‘সিবিআই না থাকলে এই ধরনের দুর্নীতি কোনওদিনই প্রকাশ্যে আসত না।’
পাশপাশি রাজ্যে সিবিআই অফিসারদের না ঢুকতে দিলে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে আয়কর কর্মীরা কীভাবে কাজ করবেন, সেই প্রশ্নও তোলেন অর্থমন্ত্রী। সাফ জানিয়ে দেন, ‘দুর্নীতি সংক্রান্ত বিষয়ে রাজ্যের কোনও সার্বভৌমত্ব নেই’।