কোচবিহার: আগামী 27 তারিখ কোচবিহার জেলা ডি আই এফ এর পক্ষ থেকে ডিএম অফিস অভিযান আর তাকে সামনে রেখেই আজকে এক সাংবাদিক বৈঠকের মুখোমুখি হলেন তোফায়েল রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী।
মূলত অবিলম্বে কোচবিহার এয়ারপোর্ট চালু, চকচকা জুট শিল্প স্থাপন, সেই সাথে বেকার যুবকদের চাকরিসহ কোচবিহারের রাজনৈতিক ছাত্র যুবক খুনের প্রতিবাদে তাদের এই ডিএম অফিস অভিযান বলে জানান রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী।