গৌরনাথ চক্রবর্ত্তী,বেলডাঙ্গা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের কার্ত্তিক লড়াইয়ে এবার নজর কাড়ছে কার্ত্তিক ছাড়াও মহাদেব,গণেশ,হনুমান সহ বিভিন্ন প্রতিমা। কার্তিক মাসের শেষদিনে কার্ত্তিক পুজো।১লা অগ্রহায়ণ শোভাযাত্রা।
উদ্যোক্তাদের আবদারে মৃৎশিল্পীরা তৈরি করেছেন বাহুবলী হনুমান,সিক্স প্যাক শিব,এইট প্যাক হনুমান,সঙ্গে ১২ -১৪ফুটের সরস্বতী, রামকৃষ্ণ, চৈতন্য, কমলে কামিনী,বুড়োশিব,হাতি পোতা কার্তিক সহ বিভিন্ন প্রতিমা।কার্তিক পুজো এবং কার্তিক লড়াই ঘিরে বেলডাঙ্গায় প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে।বেলডাঙ্গা ছাপাখানা মোড়,তেমাথা মোড়,হরিমতী স্কুল মোড়ের যানজটকে বিশেষ গুরত্ব দেওয়া হয়েছে।
বেলডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান ভরত ঝাওর জানান,গতবারে ১১৯টি পুজো হয়েছিল।এবারে প্রায় ১৫০টি কার্তিক পুজো হয়েছে।কার্তিক পুজোর শোভাযাত্রা ঘিরে পৌরসভা ও প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।পাশাপাশি তিনি পুজো কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন।কার্তিক পুজো ও কার্তিক লড়াই ঘিরে বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে বলে জানা যায়।