গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়ার কার্তিক লড়াই করানজরদারিতে শুরু হলো। কাটোয়ার ৭০ টি কার্তিক পূজা কমিটি শোভা যাত্রাই অংশ গ্রহন করছে।লেলিন সরণির দিক থেকে শোভাযাত্রা শুরু হয়ে, কাছারি রোড, কেজি বসু সরণি, টেলিফোন ময়দান, মাধবীতলা, আতুহাট পাড়া, সিদ্ধেশ্বরীতলা হয়ে নিচুবাজার দিয়ে গিয়ে থানা রোড উঠবে।
প্রশাসন সূত্রে জানা যায়, শহরের ১২টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে সি সি টি ভি।আছে ড্রোনের নজরদারি। বিভিন্ন আলোকসজ্জা ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিয়ে পুজো কমিটিগুলি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে।পৌরসভা সূত্রে জানা যায়,রাস্তায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
জরুরি মোড়ে আলোর ব্যবস্থা করা হয়েছে।লোকদেবতা কার্তিকের শোভাযাত্রায় কাটোয়া শহরের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে।