গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমান :. ঠাকুরের নাম করে বিশ্বকর্মা ঠাকুর বিক্রির অভিযোগে চাঞ্চল্য দেখা দিল বর্ধমান শহরের কার্জন গেট এলাকায়। বিক্রেতার নাম অনিতা পাল। বাড়ি বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকায়।
বর্ধমান শহরের বাদামতলার বাসিন্দা পুজা মজুমদার কার্তিক ঠাকুর কিনতে আসেন। তখনই তিনি দেখেন বিশ্বকর্মার প্রতিমাকে কাপড় পড়িয়ে কার্তিক প্রতিমা চালানো হচ্ছে।
এরপরই উত্তেজনা ছড়ায়। যদিও বিক্রেতা মহিলা স্বীকার করেছেন, কার্তিক প্রতিমার চাহিদা বেশী থাকায় এবং যোগান কম থাকায় বিশ্বকর্মা প্রতিমাকেই সাজিয়ে গুছিয়ে কার্তিক বলে চালানো হয়েছে। এটা অন্যায় হয়েছে। এরকম আর কখনো তিনি করবেন না বলেও জানিয়েছে।