তারাশঙ্কর গুপ্ত ,বাঁকুড়ার :এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বড়জোড়ায় মৃত্যু হল এক বাইক আরোহীর।মৃতের স্বপন দাস (৪৪)।শনিবার সকালে প্রতাপপুর থেকে শালগাড়া ফেরার পথে একটি লরি পিছন থেকে ধাক্কা দেয় তার বাইককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত স্বপন দাসের বাড়ি বড়জোড়ার শালগাড়ায়।তিনি দুর্গাপুরে একটি বেসরকারি সংস্থার কর্মী।বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় তার। পথে পড়ে থাকা বাইকটিতে তখন ও সব্জি বাজারের থলে।স্বপন বাবুর একমাত্র ছেলে ও স্ত্রী শোকে পাথর প্রায়।
বড়জোড়ার সিপিএম নেতা সুজয় চৌধুরী বলেন অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়া ভাবে গাড়ী চলছে। রাস্তার ওপরে যত্র তত্র ছাই পড়ে আছে। আমরা বড়জোড়া থানার আই সি কে জানিয়েছি। উনি আজ বিকেলের মধ্যে ব্যবস্থা নেবেন বলে জানান।
কিছু ক্ষনের মধ্যে ঘটনা স্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে সুরতহালের জন্য পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।