অতনু গোস্বামী নদীয়া : নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নদীয়ার রানাঘাটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত মাগুরখালী এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী গোপাল ঘোষ নামে এক যুবককে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মৃতের পরিবারের সদস্যরা।
পরে খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক অবসাদের কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।