অতনু গোস্বামী, নদীয়া:- .গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নদীয়া কৃষ্ণনগরের পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে ফেনসিডিল কাশির সিরাপ সহ আটক করে দুই বাইক আরোহী কে। ধৃতদের নাম, শহিদুল শেখ ও সলাই শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্বস্ত সূত্রে জানতে পেরে নদীয়ার কৃষ্ণনগরের পুলিশের একটি বিশেষ দল ভাতজাংলা এলাকা থেকে প্রায় ১০০ বোতল ফেন্সিডিল কাশির সিরাপ সহ গ্রেপ্তার করে দুই জন বাইক আরোহী কে। ধৃতরা নদিয়া নাকাশিপাড়া থানার অন্তর্গত রঘুনাথপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।