অতনু গোস্বামী, নদীয়া :গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ৫১ কেজি গাঁজাসহ এক মহিলা ও ৫ যুবককে গ্রেপ্তার করে নদীয়ার হরিণঘাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ নগরুখড়া মহাদেবপুর এলাকার বাসিন্দা ভৈরবী সরকারের বাড়ি থেকে একান্ন কেজি গাঁজা সহ ভৈরবী দেবী ও পাঁচ যুবককে গ্রেপ্তার করে।
বিগত পাঁচ ছয় বছর ধরে নিজের বাড়িতে বেআইনিভাবে গাঁজা মজুদ করে বিক্রি ও পাচার করার কথা জেরায় পুলিশের কাছে কার্যত স্বীকার করে নিয়েছে ধৃত ভৈরবী দেবী।
ধৃত ভৈরবী সরকার সহ অভিযুক্ত পাঁচ যুবককে পুলিশ শনিবার কল্যাণী মহকুমা আদালতে পেশ করলে, বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।