কোচবিহার: ফের যুব ও মাদারের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠলো। দিনহাটার গোবরা ছাড়া অঞ্চলের আবুতারা। শফিকুল ইসলাম নামে তৃণমূল সমর্থকের উপর হামলা হয়।
বেধড়ক মারধরের অভিযোগ যুবতী তৃণমূলের সমর্থকের উপর। শফিকুল ইসলাম আশঙ্কাজনক ভাবে দিনহাটা হাসপাতালে ভর্তি হন ।জানা যায় শফিকুল ইসলাম সন্ধ্যায় আবুতারা বাজারে যায়। সেখানেই তার উপর হামলা হয়।
বন্দুকের বাট দিয়ে বেধড়ক প্রহার করা হয় তার উপর । শফিকুল ইসলাম জানান তৃণমূল নেতা মীর হুমায়ুন কবিরের কাছের লোক বলে তার উপর এই হামলা। রাহুল ও বিট্টু যুব তৃণমূল করে তারাই হামলা করেছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।