শুরু হলো সবলা মেলা ২০১৮। সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে শুক্রবার শুরু হয় এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, ফিরহাদ হাকিম, স্বপন দেবনাথ, পূর্ণেন্দু বসু, বিধায়ক সুজিত বসু, মেয়র সব্যসাচী দত্ত, সাংসদ সৌগত রায়, দোলা সেন প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সাধন পান্ডে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আমলে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরগুলির মাধ্যমে প্রচুর মহিলার কর্মসংস্থান হয়েছে। আজ তারা সমাজে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং প্রচুর মহিলা আছেন যারা নিজেদের ক্ষমতা বলে সংসার চালাচ্ছেন। সবলা মেলা শুধু লাভ-লোকসানের মেলা নয় এ হচ্ছে নানান শিল্পকলা ও নিত্য নতুন জিনিস তুলে আনার মেলা।

স্বনির্ভর গোষ্ঠী ছাড়াও রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন স্টল রয়েছে এই মেলায়। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন বিরোধীরা যতই মেলা এবং উৎসবের বিরুদ্ধে কথা বলুক এই মেলা এবং উৎসবের মাধ্যমে প্রচুর মানুষের রোজগার হয়। শুধু তাই নয় মানুষ এগুলো পছন্দ করছে। প্রচুর মানুষের ঢলই তার প্রমান। মেলা এবং উৎসবের বিরোধিতা করা মানুষের কর্মসংস্থানের বিরোধিতা করার সমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here