কেন্দ্রের সঙ্গে এবার সরাসরি সংঘাতে জড়ালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবার তাঁর রাজ্যে সিবিআইয়ের তদন্ত ‘নিষিদ্ধ’ করার কথা ঘোষণা করলেন চন্দ্রবাবু। আজ শুক্রবার একটি বিজ্ঞপ্তি জাড়ী করে তিনি জানিয়ে দেন, ‘সিবিআই রাজ্যের কোনও ঘটনায় নাক গলাতে পারবে না।’
রাজ্যের কোনও ঘটনায় তদন্ত করতে হলে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হয়। ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’ যার মাধ্যমে সিবিআই তৈরি হয়েছিল তাতে রাজ্যের সম্মতির কথা উল্লেখ রয়েছে। ১৯৪৬ সালে তৈরি হওয়া সেই আইন মোতাবেক রাজ্য সরকার সম্মতি না দিলে সিবিআই কোনওভাবেই তদন্ত করতে পারবে না।
অন্ধ্রপ্রদেশ সরকার যে নোটিশ জারি করেছে তাতে সেরাজ্যে সিবিআই কোনও তল্লাশি অভিযান চালাতে পারবে না। বলা ভালো, রাজ্যে ঢুকতে গেলে সরকারের অনুমতি নিতে হবে।
সিবিআইয়ের কাজ অন্ধ্রপ্রদেশের দুর্নীতিদমন শাখা দেখবে। নতুন নির্দেশ অনুযায়ী রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় যেকোনও প্রতিষ্ঠানে সন্দেহ মনে হলে তল্লাশি চালাতে পারবে রাজ্যের দুর্নীতিদমন শাখা।