দক্ষিণ দিনাজপুরঃকুশমন্ডি ল্যাম্পস এর উদ্যোগে পশ্চিমবঙ্গ আদিবাসী নিগম লিমিটেডের সহায়তায় শহীদ বিরসা মুন্ডার ১৪৪তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগীতা।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শহীদ বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন এই প্রতিযোগীতার উদ্বোধন হয়। জানা গেছে এই প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা জেলা স্তরে এবং জেলায় প্রথম স্থানাধিকারী প্রতিযোগীতার পরবর্তী পর্জায়ে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে।
কুশমন্ডি ল্যাম্পস-এর সম্পাদক বুধন হেমব্রম জানান ল্যাম্পস-এর মাধ্যমে আদিবাসীদের সামাজিক, আর্থিক উন্নতি ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক উন্নতি ঘটানোর উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ গ্রহণ।