বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেস্কঃ বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে গুলি চালানোর ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।বিধায়ক এলাকারই জয় হিন্দ বাহিনীর সভাপতি সরিফুদ্দিন এর স্করপিয় গাড়িটি ভাড়া নিয়ে চলার সময় পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন।
উদ্ধার হয় বোমা ও আরও অনেক জিনিস।এর পরেই তদন্তে নামে পুলিশ।তার পরেই গাড়িটি সরিফুদ্দিন নিয়ে পাম্পে তেল ভরতে গেলে সেখানে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন।মারা গেছে তার সঙ্গের আরও দুজন।
এই ঘটনার পেছনে তোলাবাজদের দৌরাত্ব, এলাকা দখলের লড়াই মূল কারন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।তার গাড়ি দেখে তাকে আক্রমণ করতে এসেই বিধায়ককে আক্রমণ করেছে দুষ্কৃতীরা।এই ঘটনায় ১১ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।