নিজস্ব প্রতিনিধি :খাস কলকাতার বুকে টালা ব্রিজের উপর থেকে বিস্ফোরক বোঝাই একটি ম্যাটাডোর আটক করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এস টি এফ)-এর আধিকারিক ও কর্মচারীরা৷
এস টি এফ সূত্রে জানানো হয়েছে, “খবর ছিল ওড়িশা থেকে বিস্ফোরক বোঝাই একটা গাড়ি কোলকাতায় ঢুকছে। উত্তর কোলকাতা দিয়ে গাড়িটা ডানলপের দিকে যাবে।
গোপন খবরের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে, ২৭ টা মুখবন্ধ বস্তায় প্রায় ১ হাজার কেজি বিস্ফোরক সমেত একটা ম্যাটাডর আটক করা হয়।
ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের নাম ইন্দ্রজিৎ ও পদ্মলোচন দে৷” অন্যদিকে লালবাজার সূত্রে খবর, “ধৃতদের আজই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে৷ জেরার জন্য ধৃতদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা৷”