নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত 1 জঙ্গী সেনাবাহিনী সূত্রের খবর এটি লস্কর ই তাইবা সংগঠনের জঙ্গী। আরও দুজনের লুকিয়ে থাকার খবর মিলেছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা। ফের একবার সেনা জঙ্গি গুলির লড়াইয়ে থমথমে কাশ্মীর।
সূত্রের খবর, শুক্রবার সকালে বারামুলার সোপোরের ওয়ারপোরাতে ৩ জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ এরপর সোপোরের ওয়ারপোরাতে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা।
সেই সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সাথে সাথে পাল্টা জবাব দেয় জওয়ানরাও। এরপরই শুরু হয় গুলির লড়াই। তখন সেনার গুলিতে খতম হয় ১ লস্কর জঙ্গি। বাকি আরও ২ জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা।