শিলিগুড়িতে বেড়েই চলেছে মশার দাপট। কি দিন এবং কি রাত মশার কারনে একেবারে অতিষ্ঠ সাধারন মানুষ। এত মশা শিলিগুড়িতে গত কয়েক বছরে কিভাবে বাড়ল সেটাই ভাবিয়ে তুলেছে মানুষকে। কোন কিছুই কাজে আসছে নি। যদিও মেয়র জানিয়েছেন মশার জন্য প্রতিটি ওয়ার্ডেই আমাদের তরফ থেকে তেল দেওয়া হচ্ছে তবুও কিছুতেই কমছে না মশার দাপট। অনেকেই অভিযোগ করেছেন এত মশা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয় নি শিলিগুড়ি পুরসভার তরফ থেকে। যেটা করা দরকার সেদিকে একেবারেই মন নেই কারো। রাত হলেই ঘরে মশার দাপট বাড়ছে প্রতিটি বাড়িতে। কোনভাবেই মশার দাপট কমাতে পারছেন না পুরসভার আধিকারিকেরা। পুরসভার তরফ থেকে বার বার বলা হচ্ছে মশার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এবারে অনেকটাই বেড়েছে মশার দাপট তাই সমস্যা তৈরী হয়ে গেছে। এদিকে মশা নিয়ে পুরসভাকে তোপ দেগেছেন বিরোধী নেতা। বিজেপী এবং সিপিএম একযোগে জানিয়েছে এই বোর্ডে আসার পরে তৃণমূল কংগ্রেসের কাজের কোন ফলাফল পাওয়া যায় নি। অহেতুক কাজ করে নাম কিনবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। জানিয়েছেন বিরোধী দলনেতা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন দায়িত্ব নেবার পরে একটাও ভালো কাজ করে নি তৃণমূল। শুধুমাত্র নাম কিনবার জন্য এই কাজগুলি করে চলেছে তারা। যে যে কাজ করা দরকার তার মধ্যে নেই দল। আর মানুষের হয়রানী বাড়ানোর দায়িত্ব নিয়েছে তারা। এইভাবে কোন বোর্ড চলে না। মানুষ এবারে বুঝতে পারছে কি ভুল তারা করেছে, জানিয়েছেন বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ।তিনি জানিয়েছেন এর পরে মানুষ আর ফিরেও তাকাবেনা, বোর্ড শাসন করবে “ভারতীয় জনতা পার্টি”। শুধুমাত্র সময়ের অপেক্ষা।