বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে জমা গভীর নিম্নচাপ অনেকটাই শক্তি হারিয়েছে। এই মুহূর্তে তা সাধারণ নিম্নচাপে পরিনত হয়ে উড়িস্যা হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে। ফলে বাংলায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই।
আলিপুর আবহাওয়া অফিস মঙ্গলবারের বুলেটিন জানিয়েছে,দুর্বল নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ ঝাড়গ্রাম,বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে মঙ্গলবার বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের কোনো সতর্কবার্তা না থাকলেও তাদের সাবধান করা হয়েছে।
উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় হাল্কা থেকে মাঝারি অথবা ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।