কোচবিহার: দিনহাটা ও সীতাই এ অবিলম্বে কলেজ চালু করার দাবিতে দিনহাটা শহরে মিছিল করল এস এফ আই ও ডিওয়াইএফআইয়ের দিনহাটা মহকুমা কর্মী-সমর্থক রা।
এদিন দুপুরে দিনহাটা শহরে হাসপাতাল মোড়ে দলের দলীয় কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারা দাবি করেন অবিলম্বে দিনহাটা ও সীতাই এর ঘোষিত কলেজ দুটি চালু করতে হবে।
যদি তা না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তারা জানান । এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন এসএফআইয়ের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক শুভ্রা লোক দাস, ডিওয়াইএফআইয়ের দিনহাটা মহকুমার নেতা অভিনব রায়, অংশুমালী রায়,তন্ময় কর্মকার সহ আরো অনেকে। এস এম আই কুচবিহার জেলা সাধারণ সম্পাদক শুভ্রালোক দাস বলেন, গত 2017 সালের ডিসেম্বর মাসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন দিনহাটা ও সীতা ই এ দুটি কলেজ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এসে বলেন এ সময় এরকম কোন চিন্তা ভাবনা আমাদের নেই। ছাত্রনেতা বলেন, এই কলেজ নিয়ে দিনহাটা ও সিতাই এর মানুষের সাথে প্রতারণা করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।